ইউক্রেন ও ইউরোপিয়ান ইউনিয়নের অবাধ বাণিজ্য চুক্তিকে রাশিয়ার অর্থনীতির জন্য বড় ধরণের হুমকি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে, পঞ্চম দিনের মত ইউক্রেনের রাজধানী কিয়াভে চলছে বিক্ষোভ।রাশিয়ার চাপে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর না করার অভিযোগে বিক্ষোভ করছে ইউক্রেনের জনগণ।ইউক্রেন অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর না করায় ইউরোপিও ইউনিয়নের নেতাদের সমালোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চুক্তি স্বাক্ষর করার জন্য ইউরোপিও ইউনিয়ন ইউক্রেনকে চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেন পুতিন।ইউক্রেনের সাথে ইইউ এর চুক্তি হলে রাশিয়ায় ইউরোপিয়ান পণ্যের সংখ্যা বেড়ে যাবে। ইউক্রেনের পণ্য রাশিয়ার পণ্যের চেয়ে দামে সস্তা। কিয়েভ ও মস্কোর মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি থাকায় শুল্কও দিতে হবে না ইউক্রেনকে।গত সপ্তাহে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ইউক্রেনের নেতারা বলছেন চুক্তিতে আরো শর্ত অন্তর্ভুক্ত করার জন্য আপাতত চুক্তি স্থগিত করেছেন তারা। তবে, বিক্ষোভকারীদের দাবে রাশিয়াকে তুষ্ট করতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার। পাশাপাশি শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপিও ইউনিয়নের সম্মেলনে প্রধানমন্ত্রীকে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানিয়েছে তারা।উনত্রিশে নভেম্বর লিথুনিয়ায় ইউরোপিয় ইউনিয়নের সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারিরা।
উৎস-ইন্ডিপেনডেন্ট