দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠান রবিবার তার নিজ গ্রাম কুনুতে যথাযোগ্যমর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সময় সকাল আটটায় চার ঘন্টাব্যাপী তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। তাদের রীতি অনুযায়ী একুশবার তোপধ্বনির মাধ্যমে ম্যান্ডেলাকে অভিবাদন জানানো হয় এবং দক্ষিণ আফ্রিকার বিমান বাহিনীর বেশ কয়েকটি বিমান তার কফিনের ওপর দিয়ে উড়ে গিয়ে এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় । এর আগে গতকাল শনিবার ম্যান্ডেলা মরদেহ পৌঁছে কুনুতে। এর আগে প্রিটোরিয়ায় শেষ বিদায় জানিয়েছে ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। প্রিটোরিয়া থেকে মরদেহ ইস্টার্ন কেপ প্রদেশের কুনুতে নেওয়ার আগে গতকাল বিমানবাহিনীর একটি ঘাঁটিতে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে ক্ষমতাসীন দল এএনসি। ২৭ বছরের কারাবাস শেষে ১৯৯০ সালে মুক্তির পর ১৯৯১ সালে এই দলের প্রধান নির্বাচিত হন ম্যান্ডেলা। প্রিটোরিয়ার বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএনসির নেতা ও দেশের প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এ ছাড়া ছিলেন ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেল, সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলাসহ এএনসির নেতা-কর্মীরা। প্রিটোরিয়ার অনুষ্ঠান শেষে ম্যান্ডেলার মরদেহ সামরিক বিমানে করে নেওয়া হয় ইস্টার্ন কেপের এমথাথা বিমানবন্দরে। সেখান থেকে সামরিক বহরসহকারে মরদেহ নেওয়া হয় কুনু গ্রামে। খোসা সম্প্রদায়ের প্রথা অনুযায়ী গতকাল রাতভর সেখানে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা চলে।