বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চার সচিবকে কারণ দর্শানোর নোটিশ

image_101864_0_36391

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সনদ নেওয়া (পরে বাতিল) পাঁচ সচিবের মধ্যে চার জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের আজ জানিয়েছেন, ‘সরকারি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন সচিব ও এক যুগ্ম সচিবকে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’জালিয়াতি করার কারণে স্বাস্থ্য সচিব নিয়াজউদ্দিন মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (ওএসডি) ও যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদার (ওএসডি), সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন এবং প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সিদ্ধান্ত হয় গত ১৪ সেপ্টেম্বর এদের মধ্যে মোল্লা ওয়াহিদুজ্জামানের বিষয়ে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগের। যদিও তার সনদ বাতিল না করে স্থগিত রাখা হয়েছে।