সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় কিশোর নিহত

sorok durghotona_5843

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় বড় মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ রাত ৮টার দিকে শহরের শীবতলা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বড় মিয়া নীলফামারী জেলার সদর উপজেলার কামার পাড়া গ্রামের ভরসা আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) জসিম উদ্দিন জানান, শহরের শিবতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক বাইসাইকেল আরোহী বড় মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে, এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।