চাঁদপুরে বিজিবির গুলিতে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। নিহত ফারুক হোসেন পাটওয়ারী (৩২) শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম লোধেরগাঁও এলাকার আব্দুর রাজ্জাক পাটওয়ারির ছেলে। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার মহামায়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় বিজিবি সদস্যরা গাড়ি নিয়ে চাঁদপুর থেকে হাজীগঞ্জ উপজেলায় যাচ্ছিল। পথিমধ্যে মহামায়া এলাকায় অবরোধকারীরা বিজিবি সদস্যদের বহনকারী গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বিজিবি সদস্যরা অবরোধকারীদের ধাওয়া দেয়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা অবরোধকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ওই যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আধা ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে অন্ততঃ ২০ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। এর প্রতিবাদের জেলা বিএনপি আগামিকাল সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে।