Wednesday, February 12Welcome khabarica24 Online

চাঁদপুরে বিজিবির গুলিতে যুবদলকর্মী নিহত, কাল হরতাল

hand

চাঁদপুরে বিজিবির গুলিতে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। নিহত ফারুক হোসেন পাটওয়ারী (৩২) শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম লোধেরগাঁও এলাকার আব্দুর রাজ্জাক পাটওয়ারির ছেলে। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার মহামায়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় বিজিবি সদস্যরা গাড়ি নিয়ে চাঁদপুর থেকে হাজীগঞ্জ উপজেলায় যাচ্ছিল। পথিমধ্যে মহামায়া এলাকায় অবরোধকারীরা বিজিবি সদস্যদের বহনকারী গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বিজিবি সদস্যরা অবরোধকারীদের ধাওয়া দেয়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা অবরোধকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ওই যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আধা ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে অন্ততঃ ২০ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। এর প্রতিবাদের জেলা বিএনপি আগামিকাল সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে।

Leave a Reply