Wednesday, February 12Welcome khabarica24 Online

চবির বাসে হামলার ঘটনা তদন্তে কমিটি

007_85164_0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বাসে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. খান তোহিদ ওসমানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি তোহিদ হোসেন ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোরশেদুল ইসলাম। তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। এদিকে বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে শিবিরের অফিস হিসাবে ব্যবহৃত একটি কক্ষে অভিযান চালিয়ে রামদা, কিরিচ, জিহাদী বই ও সিডি উদ্ধার করে পুলিশ। এ সময় আটক করা হয় ১৮ জনকে। হাটহাজারী থানার এসআই মোহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেন। ক্যাম্পাসে অতিরিক্ত তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে বুধবার সকালে চবির শিক্ষক বাসে হাতবোমা হামলায় ১২ শিক্ষকসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টা দিকে ফতেয়াবাদের ছড়ারকুল এলাকায় ১৫-২০ জনের একটি দল দু’দিক থেকে এ হামলা চালায়।