চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ে সংগঠনের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে।চবিতে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শেখ রাসেল মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখাসহ বিভিন্ন কমিটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। চবিতে মঙ্গলবার ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। ওই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩ জন।
উল্লেখ্য, ২০১১ সালের ২৫ জুন চবি ছাত্রলীগের ২১৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।