সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চক্ষু রোগীদের জন্য সুখবর মীরসরাইয়ে ডা. এস এ ফারুকের বাড়ীতে বিনামুল্যে চক্ষু সেবা প্রদানের আয়োজন

সংবাদ বিজ্ঞপ্তি ঃ-
আগামী ১৫ অক্টোবর রোজ মঙ্গলবার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৫নং ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামস্থ প্রফেসর লায়ন ডা. এস এ ফারুকের নিজস্ব বাড়ীতে (রওশন জামান ভিলা) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হবে এবং অপারেশনের জন্য রোগী বাচাই করা হবে। এদিনে সম্পূর্ণ বিনামুল্যে চোখের রোগাক্রান্ত ব্যক্তিদের সকল ধরনের চোখের রোগের চিকিৎসা সেবা প্রদান করা হবে। এদিন যাদের চোখের অপারেশনের জন্য মনোনীত করা হবে তাদেরকে পরবর্তি নির্ধারিত সময়ের মধ্য বিনামুল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে চক্ষু শিবিরের আয়োজক প্রফেসর লায়ন ডা. এস এ ফারুক বলেন, সমাজের নি¤œবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির যারা দীর্ঘদিন চোখের রোগে ভুগছেন এবং অর্থাভাবে চোখের অপারেশন করাতে পারছেন না, তারা যাতে উক্তদিন চক্ষু সেবা কেন্দ্রে এসে উপস্থিত চিকিৎসকের সাহায্যে এবং তাদের পরামর্শমতে চোখের অপারেশনের জন্য তালিকা ভূক্ত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।