এনএসআইয়ের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়, তাদের বিরুদ্ধে গোয়েন্দাদের আরও সতর্ক হতে হবে।শনিবার রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় গোয়েন্দা সংস্থার বহুতল ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১২ দিন ধরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা, ভাংচুর, বোমাবাজি ও রেল লাইন উৎপাটনের ঘটনা ঘটেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিরোধী জোট নাশকতা চালিয়ে রাষ্ট্রকে অকার্যকর করতে চায়।
এনএসআইয়ের অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী চোরাকারবার, মাদক চোরাচালান বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।