Saturday, December 14Welcome khabarica24 Online

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের দায়িত্ব পেলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

indexfard

নিজেস্ব প্রতিনিধি ঃ-শপথ নেয়ার পর নতুন মন্ত্রিপরিষদের দপ্তর বন্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে। সন্ধার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাইয়ের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রবিবার বিকেলে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ।এই আওয়ামীলীগ নেতা দশম জাতীয় সংসদ নির্বাচনে ৬ষ্ঠ বারের মতো চট্টগ্রাম -১ (মিরসরাই) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছে। এবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন।ইঞ্জিনিয়ার মোশাররফ মন্ত্রীর পদ পাওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র তাহের ভূঁইয়া, মিরসরাই পৌর মেয়র এম শাহাজাহান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী, মঘাদিয়া ইউপি চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগ নেতা ভিপি নিজাম, ছাত্রলীগ নেতা মাঈনুর ইসলাম রানা, এমরান হোসেন সোহেল, মেজবা উদ্দিন বাবু, শেখ আব্দুল আওয়াল তুহিন, মাঈনুল ইসলাম মিল্টন প্রমুখ।

Leave a Reply