Sunday, January 19Welcome khabarica24 Online

গিনেস রেকর্ডে স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

image_71926.sonar bangla
লাখো কণ্ঠে সোনার বাংলা’ গিনেস রেকর্ডে স্থান করে পাওয়ায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আজ শুক্রবার একথা জানিয়েছেন। সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই রেকর্ডের মাধ্যমে বাঙালি জাতি আবারো প্রমাণ করলো দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই দেশ একদিন বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলায় পরিণত হবে।” শেখ হাসিনা তার অভিনন্দন বার্তায় আরও বলেন, “যে জাতি যুদ্ধ করে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে পারে তাদের কাছে অসাধ্য কিছুই নাই।” এই আয়োজনের উদ্যোক্তা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার,র‌্যাব, বিজিবিসহ অংশগ্রহণকারী ছাত্র-শিক্ষক, গার্মেন্টস কর্মীসহ সব স্তরের জনতাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।