সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

গাজায় হামলাকারী ইহুদীদের সঙ্গে বিএনপির সম্পর্ক আছে

33278_f4

গাজায় হামলাকারী ইসরাইলের ইহুদিদের সঙ্গে বিএনপির যোগাযোগ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার
সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের এই বর্বর হামলায় বিএনপি কোনরকম প্রতিক্রিয়া জানায়নি। তাদের এই নীরবতায় আমার সন্দেহ হয়, তাদের সঙ্গে ইহুদিদের কোন যোগাযোগ আছে কিনা। গতকাল দুপুরে রাজধানীর শাহবাগ গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদ ও চলমান রাজনীতি বিষয়ক’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘নাগরিক সেবা’ নামের সংগঠন। আলোচনা সভায় হাছান মাহমুদ বলেন, এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখনও গাজায় হামলা হয়েছে। বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে তার প্রতিবাদ জানাতে সংসদে প্রস্তাব তোলা হয়েছিল। তখন বিএনপি এই প্রস্তাবে সাড়া দেয়নি। এখনও তাদের পক্ষ থেকে তেমন কোন প্রতিবাদ জানানো হচ্ছে না। তিনি বলেন, গাজায় ইসরাইলের আক্রমণ শুরু হলে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক এবং মন্ত্রিসভার পক্ষ থেকে তার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। পক্ষান্তরে বিরোধী জোটের পক্ষ থেকে যাদের মধ্যে কয়েকটি ইসলামী দল রয়েছে তারা কোন প্রতিবাদ জানায়নি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, শনিবার এক আলোচনা সভায় ফখরুল সাহেব বলেছেন, দুর্নীতি করার জন্য আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করেছি। মূলত কিছু লোকের অব্যাহত ষড়যন্ত্রের কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, আওয়ামী লীগ আর কোনদিন পদ্মা সেতুর কাজ শুরু করতে পারবে না। অথচ শুরু হলে এখন বলছে, দুর্নীতি করার জন্য সেতুর কাজ শুরু করছি। প্রকৃতপক্ষে, তারা চায় না দেশের উন্নয়ন হোক। তারা এ দেশকে বিশ্বব্যাংক, আইএমএফের কাছে বন্দি রাখতে চায়। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, বাংলাদেশ বেতারের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।