মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খোলার দুই দিন পর ফের অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

image_173425.islami university

 

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল শনিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের  হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। খোলার দুই দিন পর আজ শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার ও বৃহস্পতিবার অবরোধের সর্মথনে বিশ্ববিদ্যালয় গেটে ছাত্রদল ও ছাত্রশিবির মিছিল করে। এ সময় তারা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ নিয়ে আজ শুক্রবার প্রশাসন এক বৈঠকে বসে। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, অবরোধের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে একাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আগামীকাল শনিবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় অফিস খোলা থাকবে ও প্রশাসনিক কার্যক্রম চলবে।উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ৩৫টি বাস পুড়িয়ে দিলে ৩৮ দিন বন্ধ থাকার পর ক্যাম্পাস চালু হয় গত ৮ জানুয়ারি।