Sunday, January 19Welcome khabarica24 Online

খোকাকে বিদেশ যেতে দেয়নি পুলিশ

images_95908

চিকিৎসা করাতে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্র যেতে চেয়েছিলেন। কিন্তু উপরের নির্দেশ আছে বলে খোকাকে শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ।বুধবার রাত সাড়ে ৮টার দিকে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে এ ঘটনা ঘটে।
খোকার ব্যক্তিগত সহকারী মো. মনির হোসেন জানান, চিকিৎসা করাতে ৭ দিনের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন সাদেক হোসেন খোকা। রাত ৯টা ৫ মিনিটে যুক্তরাষ্ট্রগামী বিমান ইকে-৫৮৫ ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে পৌঁছলে তাকে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ। কারণ জানতে চাওয়া হলে পুলিশ কর্মকর্তারা জানান, ‘উপরের নির্দেশ আছে।’