বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খিলগাঁওয়ে ব্যবসায়ীকে গুলি করে সাত লাখ টাকা ছিনতাই

image_86188.guli biddo_

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জহির উদ্দিন (৩০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে নগদ সাত লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি মোল্লা জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মতিঝিল থেকে রিকশাযোগে একটি কালো রংয়ের ব্যাগে করে নগদ সাত লাখ টাকা নিয়ে খিলগাঁওয়ের নিজ বাসায় ফিরছিলেন। এ সময়ে দুটি মোটরসাইকেল যোগে ছয়জন ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে। রিকশাটি খিলগাঁও ফ্লাইওভারের নিচে পৌঁছামাত্র ওই ছিনতাইকারীরা তাঁকে গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসে।জহির মতিঝিল এলাকায় গার্মেন্টের মালামালের ব্যবসা করেন।