আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তালপট্টির তাল নিয়ে দেশকে বেতাল করতে চাচ্ছেন।’
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দেশের চলমান রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, ‘রাজনীতিতে খালেদা জিয়া তাল-বেতাল হয়ে গেছেন। বর্তমান তথ্যপ্রযুক্তি ও বিশ্বায়নের যুগে তিনি আর হালে পানি পাচ্ছেন না। তাই তালপট্টির তাল নিয়ে দেশকে বেতাল করতে চাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, দেশে এখন তালও নাই বেতালও নাই।’
খালেদা জিয়ার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘তার কষ্টটা আমি বুঝি। ভারত বিদ্বেষের একটি খুঁটি তার কমে গেল। তালপট্টি নিয়ে তিনি আর কোনো বিদ্বেষ দেখাতে পারবেন না।’
বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোলার মেজর দিয়ে দেশের সুবিধা হবে না। বোঝা যাচ্ছে, ভোলার মেজর এখনও মাইনরই রয়ে গেছেন।’
ভারতের সঙ্গে সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধের রায় বাংলাদেশের পক্ষে আসা প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘এখানে জয়-পরাজয় কোনো বিষয় নয়। তবে আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়টিই হচ্ছে প্রজ্ঞার। সেই সিদ্ধান্তটিই দূরদর্শিতার। দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনাই এ কাজটি করেছেন। এটা নিয়ে বিএনপি মিথ্যা প্রচারণার রাজনীতি করছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্ব দেশ এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।