আগামী বুধবার কিশোরগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে বিকেলে স্থানীয় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০দলীয় জোট আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির জানান, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির চক্রান্ত প্রতিরোধ, গুম খুন গুপ্ত হত্যা বন্ধ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জ জেলা ২০দলীয় জোট জনসভার আয়োজন করেছে।বুধবার বিকেলে সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানের বাসা থেকে রওয়ানা হয়ে গুলিস্তান হানিফ ফ্লাইওভার, যাত্রাবাড়ি, কাঁচপুর ব্রিজ, রূপগঞ্জ, নরসিংদী, ভৈরব হয়ে কিশোরগঞ্জ সার্কিট হাউজে পৌঁছবেন বেগম খালেদা জিয়া। এরপর দুপুরের খাবার এবং বিশ্রাম শেষে বিকেল চারটায় জনসভা মঞ্চে উপস্থিত হবেন। প্রধানমন্ত্রী থাকাকালে আট বছর আগে এবং বিরোধী দলীয় নেতা হিসেবে সর্বশেষ ১৯৯৭ সালে কিশোরগঞ্জ গিয়েছিলেন বেগম খালেদা জিয়া।