রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খালেদা জিয়ার সঙ্গে আইডিবি চেয়ারম্যানের বৈঠক

image_110703.khaleda zia-tareq

সৌদি আরবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) চেয়ারম্যান আহমেদ মোহাম্মদ আলী।গতকাল বুধবার বিকালে মক্কার রয়েল প্যালেসের বেগম খালেদা জিয়ার স্যুটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।বৈঠকে ইসলামি উম্মার কল্যাণে ও আইডিবির প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা আহমেদ মোহাম্মদ আলী শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়েও আলোচনা করেন।
বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও পরিবেশের সুরক্ষায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সহায়তার প্রসংশা করেন। একইসঙ্গে ভবিষ্যতে এই সহায়তার আরো বৃদ্ধির জন্য আইডিবির প্রতি আহ্বান জানান।ঘণ্টাখানেক চলা এই বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের আইডিবির ভূমিকার বিষয়গুলো গুরুত্ব সহকারে উঠে আসে।