শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিঙ্গাপুরে মারা যান বলে প্রাথমিকভাবে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে । তিনি রোববার দুইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন এক রকম ভিন্ন আঙ্গিকে। কোকোর মা যখন দিন কাটাচ্ছেন তখন পৃথিবীকে চিরবিদায় জানান তিনি।দেশের সাবেক প্রেডিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত না থেকে ব্যবসা বানিজ্য নিয়ে ব্যাস্ত ছিলেন।বাংলাদেশে ২০০৭ সালের ১১ই জানুয়ারি সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণের দিনটি ওয়ান ইলেভেন হিসেবে পরিচিত। আর এসময় বিদেশে যেতে বাধ্য হন তিনি। তার বিরুদ্ধে তৎকালীন সরকার বেশ কয়েকটি মামলা দায়ের করে।