বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দল। সন্ধ্যা সাড়ে ৬ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। জন ল্যাম্বার্টের নেতৃত্বে ঘন্টাব্যাপী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দলের সদস্য গ্রুপ অব দ্য প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট এন্ড ডেমোক্র্যাটস নেতা জন অ্যাটার্ড-মনটালটো, ইউরোপীয় পিপলস পার্টির সালভাদর সেদোই অ্যালাবার্ট, অ্যালায়েন্স অব ডেমোক্র্যাটস লিবারেলসের নিকোলো রিনালদি ও ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের মিশন প্রধান উইলিয়াম হানা অংশ নেন। বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোন পক্ষই সাংবাদিকদের কাছে কিছু বলেনি। তবে বিএনপি সূত্রে জানা গেছে, ৫ই জানুয়ারির নির্বাচন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি এবং পোশাক শিল্পের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। এদিকে আজ বিকাল চারটায় খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে সাক্ষাত করবেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার।