বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খালেদার বিরুদ্ধে চার্জ গঠন: ৩ এপ্রিল আইনজীবীদের অনশন

index_82645
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুটি মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে চার্জ গঠন করার প্রতিবাদে জাতীয়তবাদাী আইনজী ফোরাম দেশের সকল বারে ১ এপ্রিল পতাকা মিছিল ও ৩ এপ্রিল প্রতীকী অনশন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে।রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসুচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসরাম মিয়া। এ সময় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।রফিকুল ইসলাম মিয়া বলেন, গত ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বেগম খালেদা জিয়াসহ তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার ৩ নম্বর আদালতের বিচারক বাসুদেব রায়।নিজ কক্ষে বসে এভাবে অভিযোগ গঠন করা আইন সংঘত নয় উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনা নজিরবিহীন। বিচার বিভাগ ধ্বংসের ষড়যন্ত্র।তিনি বিচারক বাসুদেব রায়ের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেন।