গোপালগঞ্জের নাম বদলে দেয়ার হুমকির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে বুধবার দায়ের করা মানহানির দ্বিতীয় মামলাটিও খারিজ করে দেয়া হয়েছে। এ মামলার বাদী ছিলেন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাতা সভাপতি মজিবুর রহমান মোল্লা। ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান নূর মামলাটি আমলে নেয়ার বিষয়ে শুনানি শেষে তা খারিজ করে দেন। এর আগে মঙ্গলবার একই অভিযোগে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী একটি মামলা দায়ের করেন। তবে আদালত সেটি খারিজ করে দেন। গত ২৯ ডিসেম্বর রোববার ১৮ দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেয়ার উদ্দেশে বিকালে গুলশানের নিজ বাসভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন খালেদা জিয়া। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দিলে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের আচরণে ক্ষিপ্ত হন তিনি। এক পর্যায়ে দেশ কোথায় জানতে চেয়ে খালেদা জিয়া বলেন, ‘দেশ কোথায়, গোপালী? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জের নামই থাকবে না।