বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খালেদার জিয়ার আপিল আদেশ রোববার

khaleda-1_146348

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদুকের করা দুটি মামলায় অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোহাম্মাদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ উভয় পক্ষের শুনানি শেষে আগামী রোববার এবিষয়ে আদেশ দেয়া হবে বলে দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।