রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার করা হবে

29

 

জামায়াত-বিএনপি জোটের হামলায় সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঘতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার করা হবে। ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ক প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করে আগামী ১৩ জানুয়ারির মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণের প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, ‘ক্ষয়ক্ষতির প্রতিবেদন পাওয়ার পর ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোটকেন্দ্র তো এক দিনের জন্য, স্কুল-কলেজ তো চিরদিনের। এগুলো রক্ষা করতে হবে।’ তিনি আরো বলেন, স্কুল-কলেজের আশেপাশের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসীসহ সবাইকে অশুভ শক্তির হাত থেকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে। শিক্ষামন্ত্রী ৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকাস্থ ক্যান্টনমেন্ট থানায় জামায়াত-বিএনপি জোটের হামলায় ক্ষতিগ্রস্ত ফায়দাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় সরজমিনে পরিদর্শন করবেন । এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন বলে জানা যায়।  বৈঠকে অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন, অতিরিক্ত সচিব এস. এম আশরাফুল ইসলাম, যুগ্ম সচিব রূপন কান্তি শীল, যুগ্মসচিব হারুনুর রশিদ, যুগ্মসচিব গিয়াস উদ্দিনসহ মন্ত্রণালয়ে উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Leave a Reply