Wednesday, February 12Welcome khabarica24 Online

কুয়াশার শীত :: মিতা পোদ্দার

কুয়াশার শীতের সকাল,
কাঁপছে মানুষজন
কনকনে শীত সকালে
কাঁপছি সর্বক্ষণ।

ধোয়া ওঠা চায়ের কাপ
আমায় বলছে এসে,
এক্ষুণি চুম্বন দাও,
খেয়ে নাও বসে।

ভোরের কুয়াশা দেখবো বলে
ঘুরছি চৌদিকে,
আবছা সাদা ধূসর কেন
বললাম বৌদিকে।

এক এক করে সবাই এল
রাখলো আগুনে হাত,
ভোরের কুয়াশা বললো হেসে
কেমন কাটলো শীতের রাত?

আগুন জ্বালায়, আগুন পোহায়
শীতের সকাল হলে,
শহরে নয়, গ্রামে সবে
জলদি এস চলে।