কুমিল্লায় স্বর্ণের দোকান লুটের সময় ডাকাতের গুলিতে নিহত এক এবং আহত হয়েছে তিনজন। সন্ধ্যায় শহরের ছাতিপট্টি এলাকায় এঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল ডাকাত ওই এলাকায় বেশকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে খান জুয়েলার্সে ঢোকে। এসময় স্বর্ণালংকার লুটে বাধা দিলে দোকানের কারিগর গোপালকে গুলি করে তারা। পরে আশপাশের লোকজন এক হয়ে এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় গুলিবিদ্ধ গোপাল।
উৎস-ইন্ডিপেনডেন্ট