জাতীয় পার্টি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোন দিন ঘোষণা করা হবে। গতকাল মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ হয়েছে। কায়সারের মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন বিচারপতি এম ওবায়দুল হাসানের নেৃতত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মজিবুর রহমান মিয়া। একই সঙ্গে জামিনে থাকা কায়সারের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এনিয়ে দুটি ট্রাইব্যুনালে পাঁচটি মামলার রায় অপেক্ষমাণ রয়েছে। এর আগে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, একই দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাশেম আলী, ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র জাহিদ হোসেন খোকন (পলাতক) ও ব্রাহ্মণবাড়িয়ার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের মামলার রায়, অপেক্ষমাণ (সিএভি) রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২। কায়সারের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সময়ে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও তার আশাপাশের এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ ১৬টি অভিযোগ আনা হয়েছে।
কায়সারের মামলার রায় যে কোন দিন
Warning: Trying to access array offset on value of type bool in /home/khabarica24/public_html/wp-content/themes/taslimnews/inc/template-tags.php on line 163