রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কায়রো বিশ্ববিদ্যালয়ে আগুন দিল ব্রাদারহুড

54253

 

মিসরের রাজধানী কায়রোয় আল-আজহার বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে আগুন দিয়েছে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা। মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরীক্ষায় বসার বিরোধিতা করে কর্মসূচিতে নামে মুসলিম ব্রাদারহুডের কর্মীরা। তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ভবনে তারা আগুন ধরিয়ে দেয়। এরপর কৃষি অনুষদ ভবনেও আগুন দেয়া হয়। এর আগে শুক্রবারের বিক্ষোভে নিহত হয়েছে অন্তত তিনজন। সেদিন বিক্ষোভ হয়েছে পুরো মিসরে। তবে, রাজধানী কায়রো, মিনয়া প্রদেশ এবং নীল বদ্বীপের দামিয়েতা শহরে মারা গেছে তিনজন। সরকারবিরোধী বিক্ষোভে আহত হয়েছে কয়েকডজন মানুষ। সব জায়গায় মুসলিম ব্রাদারহুড নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। রাজধানী আল-আজহার বিশ্ববিদ্যালয়েও বড় ধরনের সংঘর্ষ হয়েছে। সেখানে ছাত্ররা পুলিশের সঙ্গে পাথর ছুড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে, বৃহস্পতিবার রাতেও আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এদিনের সংঘর্ষের পর বিভিন্ন শহর থেকে প্রায় ৩শ’ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

Leave a Reply