রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১০

bus

পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন নিহত এবং আহত হয়েছেন আরও ১০ জন।আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার সকালে রাওয়ালপিন্ডি থেকে ফর্দওয়ার্দ কহুতা শহরগামী বাসটি নিলাম এলাকার দুর্গম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ মিটার (৫০০ ফুট) গভীর খাদে পড়ে যায়।স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা রিয়াজ আব্বাসি জানিয়েছেন, বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন। ১০ জন ঘটনাস্থলেই মারা গেছেন, বাকি যাত্রীদের আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রাথমিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে জানান কর্মকর্তারা।তাদেরকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ভর্তি করা হয়েছে।

Leave a Reply