Monday, February 10Welcome khabarica24 Online

কাশিমপুর কারাগারে নিরাপত্তা জোরদার

kasimpur_jal_555987447_30814

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাঈদী এখনো এ খবর পাননি।

কারা সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর আপলি মামলার রায় ঘোষণা হবে শোনার সঙ্গে সঙ্গে কারাগার এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাঈদী এখনো আগামীকাল বুধবার যে রায় হবে সে খবর পাননি জানা গেছে।

গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার একটি দায়িত্বশীল সূত্র জানায়, সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।গাজীপুরের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। বিশেষ করে কাশিমপুর কারাগার এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।তবে আসামিকে কাশিমপুর থেকে ঢাকায় স্থানান্তরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।