শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কালজয়ী গানের স্রষ্টা গোবিন্দ হালদার আর নেই

10000_56791

 

কালজয়ী গানের স্রষ্টা গোবিন্দ হালদার আর নেই। আজ শনিবার সকাল সাড়ে দশটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিডনি, চর্ম, দৃষ্টিশক্তি ও বাকশক্তির সমস্যায় তাকে কলকাতার মানিকতলায় অবস্থিত জিতেন্দ্র নারায়ণ রায় হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে সেখানেই তিনি মারা যান। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী পারুল হালদার এবং মেয়ে গোপা দত্তকে।১৯৩০ সালের ২১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগায় জন্মগ্রহণ করেন গোবিন্দ হালদার। পরবর্তীতে কর্মসূত্রে কলকাতার কাঁকুড়গাছির ৩০ নম্বর রামকৃষ্ণ সমাধি রোডে অবস্থিত এল আই জি আবাসনে থাকতে শুরু করেন তিনি। মুক্তিযুদ্ধকালে তার লেখা হৃদয় স্পর্শ করা গানের মধ্যে রয়েছে ‘এক সাগর রক্তের বিনিময়ে/বাংলার স্বাধীনতা আনলে যারা’, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে/রক্ত লাল রক্ত লাল রক্ত লাল’  কিংবা ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’। তার এই গানগুলি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হত। আর তার এই গানে মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হতেন।গত বছরের ২০ ডিসেম্বর রাতে গোবিন্দ হালদারের অসুস্থতার খবর জানতে পেরে তার চিকিৎসার খরচ বহন করার কথা ঘোষণা দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলকাতা সফরকালে গত ২২ ডিসেম্বর ওই হাসপাতালে গিয়ে অসুস্থ গোবিন্দ হালদারের শারীরিক অবস্থার খোঁজ নেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর কিছুটা সুস্থ হয়ে গত ২৭ ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কাঁকুরগাছিতে নিজের বাসায় ফিরে যান গোবিন্দ হালদার। শেখ হাসিনার প্রতিশ্রুতি মতো গত ৩১ ডিসেম্বর গোবিন্দ হালদারের চিকিৎসার খরচ বাবদ প্রথম দফায় নগদ ৩০ হাজার রুপি তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে।