একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের ব্যাপারে কারা কর্তৃপক্ষকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।বুধবার সন্ধ্যায় কারা মহাপরিচালক (ডিআইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।রায়ের পূর্ণাঙ্গ আদেশের কপি হাতের পাওয়ার আগেই ফাঁসি কার্যকর করা যাবে কি না সে ব্যাপারে তিনি বলেন, ‘আমি জেনেছি, কামারুজ্জামানের আপিল খারিজ হয়েছে। এখন সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন। সেটার জন্য সাত দিন সময় পাবেন তিনি।’উল্লেখ্য, এর আগে জামায়াতের আরেক নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের আগে সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়। এরপর আসামিপক্ষ রিভিউ পিটিশন করলে ফাঁসি কার্যকরের আদেশ স্থগিত করা হয়। এরপর রিভিউ খারিজ হয়ে গেলে সেই রাতেই কাদের মোল্লার ফাঁসি কার্যকরা হয়।