সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা কার্যকরের খবরে কক্সবাজারে ব্যাপক ভাঙচুর

coxbazar1

জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা কার্যকরের খবরে কক্সবাজারে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকানপাট ও যান চলাচল। সাধারণ পথচারীরা ভয়ে দিদ্বিদিক ছুটোছুটি করতে থাকে। মঙ্গলবার রাত ৮ টার দিকে আইবিপি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।পথচারী লোকজন জানান, একদল যুবক শহরের আইবিপি মাঠ থেকে ব্যাপক গাড়ী ভাঙচুরের মাধ্যমে পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। এতে বিক্ষুব্ধ লোকজন অন্তত ২০/৩০টি সিএনজি অটো রিক্সা ভাঙচুর করেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণেরও খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।কক্সবাজার সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মু. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply