সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কাঁচা ধানে মই : জেসমিন সুলতানা চৌধুরী

হায়, কি দিনকাল এলোরে এই আমার বঙ্গ দেশে!
কাস্তে হাতে নেতা-নেত্রী পল্লী চাষির বেশে।
গেদুচাচা বলে কথা মাথায় হাতটা দিয়ে,
ফটো রীতি দেশের লোককে কোথা এলো নিয়ে।
রাজনীতি যে চলে এলো পাকা ধানের ক্ষেতে,
ষোল আনা ভণ্ডামি ভাই সস্তা বাহবা পেতে।
ধান কাটে ঐ কয়েক, ছবি তোলে জনা দশেক,
দলেবলে পুণ্য কামাই মাড়ায় জনা শতেক।
চাষির ক্ষতি হোক না অতি কিইবা যায় আর আসে
ত্রাণের চালে পেট ভরে না কাঁচা ধান ও নাশে।