শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। আজ শনিবার বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দল ঘোষণা করা হয়। ওয়ানডে সিরিজে দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন ইনজুরি কাটিয়ে ওঠা মুশফিকুর রহিম। মুশফিকের সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল।প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, টেস্ট সিরিজের বাইরে থাকা নাঈম ইসলাম ওয়ানডে দলে ফিরেছেন। থাকছেন শফিউল ইসলামও। এ ছাড়াও টি-২০ সিরিজে অভিষিক্ত হওয়া বাঁহাতি স্পিনার আরাফাত সানী ওয়ানডে সিরিজেও থাকছেন। তবে ওয়ানডে দলে বিবেচিত হননি টি-২০তে অভিষিক্ত হওয়া সাব্বির রহমান ও মিথুন আলী।বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, নাঈম ইসলাম, শফিউল ইসলাম, নাসির হোসেন, সোহাগ গাজী, মুমিনুল হক, এনামুল হক, শামসুর রহমান ও আরাফাত সানী।
উৎস- কালেরকন্ঠ