Thursday, January 16Welcome khabarica24 Online

ওমরাহ ভিসার মেয়াদ কমছে

image-4_142021

এক মাস থেকে কমিয়ে ওমরাহ ভিসার মেয়াদ ১৫ দিন করার চিন্তা-ভাবনা করছে সৌদি সরকার। এ জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি কোম্পানির মতামত চাওয়া হয়েছে। ডিসেম্বর থেকে নতুন এ আইনে কার্যকরের কথা রয়েছে।
সম্প্রতি মদিনায় সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে এক সভা শেষে সৌদি সরকারের হজমন্ত্রী বাদর হাজর একথা বলেন।
তিনি বলেন, নতুন আইন কার্যকর কোনও কোম্পানি একসঙ্গে বিপুল সংখ্যক ওমরাহ যাত্রী সৌদি আরবে আনতে পারবে না। এ আইনের সংশোধনের জন্য একটি প্রস্তাব সংশ্লিষ্ট বেসরকারি কোম্পানিগুলোর কাছে তাদের মতামতের জন্য পাঠিয়েছে। এতে কোম্পানিগুলোকে ওমরাহ পালনকারীদের আবাসনে কোনও পরিবর্তন আনার দরকার পড়বে কি-না সে বিষয়ে মতামত চেয়েছে। তাদের কাছ থেকে মতামত ও সুপারিশ পাওয়ার পরে হজ মন্ত্রণালয় নতুন ওমরাহ বিধি তৈরি করবে।একটি সূত্র জানিয়েছে, অধিক সংখ্যক মুসলমান যাতে ওমরাহ পালন করতে পারে এজন্য সেৌদি সরকার ওমরাহ ভিসার মেয়াদ কমাতে যাচ্ছে। এই বিধান সকল দেশের জন্যই কার্যকর হবে।