বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এশিয়া কাপ বাংলাদেশেই

untitled-3_30676_0

বাংলাদেশেই হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার ক্রিকইনফোতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় বাংলাদেশ থেকে এই ক্রিকেট টুর্নামেন্ট না সরানোর সিদ্ধান্ত হয়েছে।এর আগে রাজনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশ থেকে এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপ সরিয়ে নেওয়া হলে ইভেন্ট দুটি আয়োজক হতে আগ্রহ প্রকাশ করে শ্রীলংকা। বার্তা সংস্থা এএফপির কাছে এ ইচ্ছের কথা প্রকাশ করেন লংকান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।শ্রীলংকান ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক নিশান্থা রানাতুঙ্গা গতকাল এএফপিকে বলেন, ‘যদি এসিসি বিকল্প ভেন্যু চায় তাহলে আমরা এশিয়া কাপ আয়োজন করতে প্রস্তুত। দ্রুত সময়ের মধ্যে এ টুর্নামেন্ট আয়োজন করার মতো মাঠ এবং অবকাঠামো আমাদের আছে। আর আইসিসি যদি চায় তাহলে আমরা টি২০ বিশ্বকাপ আয়োজন করতেও প্রস্তুত।’আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ঢাকায় এশিয়া কাপ হওয়ার কথা। আর ১৬ জাতির টি২০ বিশ্বকাপ শুরু হবে ১৬ মার্চ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল হওয়ার কথা ৬ এপ্রিল।আইসিসির একজন মুখপাত্র গত মাসে এএফপিকে জানিয়েছে যে, তারা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে। ডিসেম্বরের শুরুতে হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের অজুহাতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ সফর থেকে দেশে ফিরে গেলেই ক্রিকেটবিশ্ব বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখা শুরু করে।পাকিস্তান ক্রিকেট বোর্ডও ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে, এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপে দল পাঠানোর ব্যাপারে সরকারের পরামর্শ মেনে চলবে তারা। ২৪ জানুয়ারি বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলংকা ক্রিকেট দলের।এছাড়া গত মাসের শেষ দিকে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, নিরাপত্তার কারণে এশিয়া কাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হতে পারে। ভারতের কলকাতা এবং রাচি এ ব্যাপারে আগ্রহী বলেও জানা যায়।ক্রিকইনফোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই টুর্নামেন্টে পঞ্চম দেশ হিসেবে খেলবে আফগানিস্তান।

Leave a Reply