Sunday, January 19Welcome khabarica24 Online

এরশাদকে জাতি থুতু বাবা হিসেবে জানে, তিনি সবার থুথু বাবা : কাজী জাফর

image_69589.kazi+zafar+ahmed

 

এরশাদকে জাতি থুতু বাবা হিসেবে জানে, তিনি সবার থুথু বাবা মন্তব্য করে  জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, এরশাদ বিশ্বাসঘাতক ও বিশ্ববেহায়া। জাতীয় পার্টিতে তাঁর আর কোনো স্থান হবে না।আজ শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলানায়তনে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।মুক্তিযুদ্ধে সময় ভারতের ভূমিকার সমালোচনা করে কাজী জাফর বলেন, নীতিগত কারণে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সহায়তা করেনি। তারা যতটুকু করেছে তা তাদের স্বার্থের জন্য করেছে।
কাজী জাফর বলেন, ভারত বাংলাদেশে ফ্যাসিবাদের শক্তিদাতা ও পরামর্শদাতা। ভারতের সঙ্গে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সুসম্পর্ক নেই। তবে তারা ইচ্ছা করলেই এ দেশে আধিপত্য বিস্তার করতে পারবে না।অনুষ্ঠানে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল-নোমান, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, আহসান হাবীব লিংকন, নওয়াব আলী আব্বাস খান প্রমুখ বক্তব্য দেন।

 

উৎস- কালেরকন্ঠ