মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এপ্রিলে ভারতের লোকসভা নির্বাচন

af

 

এপ্রিলে ভারতের লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। রোববার ভারতের নির্বাচন কমিশনের উদ্ধৃতি দিয়ে এই খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই।তবে এপ্রিলের মাঝামাঝি শুরু হবে দেশটির সাধারণ নির্বাচন। মে মাসের প্রথমদিক পর্যন্ত চলবে এ নির্বাচন। সবমিলিয়ে পাঁচ দফায় ভোটগ্রহণ হবে।এছাড়া লোকসভা ভোটের সাথে অন্ধ্রপ্রদেশ, ওড়িস্যা ও সিকিমে বিধানসভা নির্বাচনও হবে। ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের একেবারে শুরুতে ভোটের সময়সূচি ঘোষণা হতে পারে।
এই খবর প্রকাশের পরই দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে তত্‍পরতা শুরু হয়ে যায়। ইতোমধ্যে বিধান সভা নির্বাচনে জিতে দিল্লির সরকার গঠনের পর আম আদমি পার্টিও লোকসভা নির্বাচনে অংশ নিতে সরব তৎপরতা শুরু করে দিয়েছে।তবে এবারের নির্বাচনে বিজেপি (ভারতীয় জনতা পার্টি) নিজেদের শক্তিশালী জায়গায় নিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিধানসভায়ও দলটি বেশ সাফল্য পেয়েছে। কংগ্রেসের কাছে পরপর দুইবার পরাজিত হওয়া দলটি এবার ক্ষমতায় আসতে ব্যাপক উদ্যামে কাজ করে যাচ্ছে।

Leave a Reply