এপেক্স ক্লাব অব ফেনী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে নোয়াখালী জেলার মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়াম অডিটরিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের প্রেসিডেন্ট মো: আসলাম হোসেন। নোয়াখালী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নিজাম উদ্দিন পিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট সৈয়দ নুরের রহমান, সাবেক প্রেসিডেন্ট সালাহ উদ্দিন মাহমুদ, ডা: জাবিউল হোসাইন, আশরাফুল হক মানিক, আনিসুজ্জামান সাথিল, রোজী হোসাইন, মো: মাইজুদ্দিন আহমেদ, নোয়াখালী ক্লাবের প্রেসিডেন্ট সাইফুল্লাহ কামরুল প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব ফেনী’র প্রেসিডেন্ট জহিরুল হক মিলু, নির্বাহী পরিচালক নুর উল্লাহ কায়সার, সদস্য শহীদুল ইসলাম পাটোয়ারী, লোকমান হোসাইন প্রমূখ অংশ নেন।
এছাড়া একইদিন এপেক্স ক্লাব অব লক্ষীপুর ও এপেক্স ক্লাব অব মেঘনা উদ্বোধন করা হয়।
এপেক্স ক্লাব অব ফেনী’র যাত্রা শুরু
Warning: Trying to access array offset on value of type bool in /home/khabarica24/public_html/wp-content/themes/taslimnews/inc/template-tags.php on line 163