Saturday, December 14Welcome khabarica24 Online

এক কোটি ২০ লাখ টাকার সোনার বার আটক, যাত্রী পলাতক

image_73480.gold-1

 

চট্টগ্রাম বিমানবন্দরে এক যাত্রীর হাতের সাথে কৌশলে প্যাঁচানো অবস্থায় রাখা ২৪টি সোনার বার আটক করেছে কাস্টমস দল। তবে আটক বিমানযাত্রী কাস্টমস কক্ষ থেকে পালিয়ে গেছে। আজ বুধবার বিকাল চারটায় সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০৩৮ থেকে সোনার বারগুলো আটক করা হয়। আটটকৃত সোনার মূল্য এক কোটি ২০ লাখ টাকা। আর যাত্রীর বাড়ি রাউজানে।এ বিষয়ে চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিয়ার রহমান মন্ডল কালের কণ্ঠকে বলেন, ‘বিমানে নিয়মিত তল্লাশির সময় যাত্রী মো. ইসমাইলের হাতের সাথে প্যাঁচানো অবস্থায় ২৪টি সোনার বার আটক করা হয়। তাকে বিমান থেকে নামিয়ে কাস্টমসের কক্ষে বসিয়ে রেখে অন্য যাত্রীদের তল্লাশি করছিলাম। এই ব্যস্ততার ফাঁকে সে হঠাৎ দৌঁড় দিয়ে পালিয়ে যায়।’তিনি বলেন, তার পাসপোর্ট, মোবাইল ও ব্যাগ আমাদের হাতে রয়েছে। নিয়মানুযায়ি তার বিরুদ্ধে জিডি করার পর ফেরারী আসামি হিসেবে তার বিরুদ্ধে মামলা করা হবে।জানা যায়, বাংলাদেশ বিমানের ফ্লাইটটি জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় যাওয়ার শিডিউল ছিল। যাত্রী মো. ইসমাইলও জেদ্দা থেকে ঢাকার যাত্রী ছিল।