নিজস্ব প্রতিনিধি ঃ
বাংলা একাডেমির আয়োজনে অমর একুশে বই মেলায় কাব্যগ্রন্থ্ ‘চোরবালি’ ও গল্পগ্রন্থ্ ‘গোলাপের ঘ্রান’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার ৮ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় বই মেলার মুক্তমঞ্চে উক্ত বইদয়ের মোড়ক উন্মোচন করা হয়। কবি ও সাংবাদিক নাছির উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি ও সাহিত্যিক কাইয়ুম নিজামী। এসময় আরো উপস্থিত ছিলেন বই গুলোর প্রকাশক সাহিত্য চর্চা প্রকাশনির স্বত্ত্বাধিকারী ফাহিম মাহমুদ। কাব্যগ্রন্থ্য চোরারবালির লেখক কবি মো. সোনা মিয়া, গোলাপের ঘ্রাণ গল্পগ্রন্থের লেখক ইমাম হোসেন। ব্যবসায়ী সাইফ উদ্দিন মাসুক, সাহিত্যিক মো. রবি করিম প্রমুখ। এসময় কবি, গল্পকার, প্রকাশক ও প্রধান অতিথি বক্তব্য প্রদানের মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করেন। বইগুলো সাহিত্য চর্চা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বই মেলায় ২৯৩ নং স্টলে বইগুলো পাওয়া যাবে।