শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

একাংশের বিরোধিতার মুখে চট্টগ্রামে এরশাদের জনসভা

1424427_584051265016175_229509792_n

জাতীয় পার্টির একাংশের বিরোধিতার মুখেই চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ভাষণ দিবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ইতোমধ্যেই বিমানযোগে চট্টগ্রাম পৌঁছেছেন তিনি।তবে বিকেল ৪টার পর তার জনসভাস্থলে যাবার কথা বলে দলীয় সূত্রে জানা গেছে। এরশাদের সফরসঙ্গী হিসেবে চট্টগ্রামে এসেছেন এরশাদপত্নী সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। সমাবেশে এরশাদ, রওশন এরশাদসহ জাতীয় পার্টির সকল শীর্ষ নেতার বক্তব্য রাখার কথা। ইতোমধ্যে লালদীঘি ময়দানে সমবেত হতে শুরু করেছেন  জাতীয় পার্টির নেতা-কর্মীরা। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে বাসভর্তি করে নেতাকর্মীদের চট্টগ্রামের সমাবেশে আসতে দেখা গেছে। দীর্ঘ প্রায় ১৬ বছর পর এরশাদ চট্টগ্রামের লালদীঘিতে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বলে দলীয় সিনিয়র নেতারা জানিয়েছেন।এদিকে এরশাদের সমাবেশ ঘিরে নগরীর লালদীঘি ও আশেপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যৌথভাবে আয়োজিত সমাবেশে এক লাখেরও বেশি নেতা-কর্মীর সমাগম ঘটানো হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক ও সংরক্ষিত আসনের এমপি মাহজাবিন মোরশেদ।অন্যদিকে, জাতীয় পার্টির একাংশের বিরোধিতার কারণে   এরশাদের এই সমাবেশ ঘিরে অনেকে শঙ্কাও প্রকাশ করেছেন। জাতীয় পার্টির আবু তাহের গ্রুপের নেতা-কর্মীরা সমাবেশে বাধা দিতে লালদীঘি মাঠের চারদিকে অবস্থান  নেবে বলে এর আগে ঘোষণা দিয়েছিলো। তবে দুপুর পর্যন্ত লালদীঘির আশপাশে বিরোধী গ্রুপের কোন তৎপরতা লক্ষ  করা যায়নি।