Saturday, January 25Welcome khabarica24 Online

একরাম হত্যার পরিকল্পনাকারী জাহিদ চৌধুরী গ্রেফতার

zahid-feny-3_103341

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরাম হত্যাকান্ডের মূল পরিকল্পণাকারী আওয়ামী লীগ নেতা জিহাদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৬টার দিকে ফেনী শহরের বারাহিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, একরাম হত্যাকান্ডের পর পর জিহাদ চৌধুরী আত্মগোপন ছিলেন। আশ্রয়স্থল পরিবর্তনের সময় বাহিরপুর এলাকায় সিএনজি অটোরিকশা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে ফেনী মডেল থানায় রাখা হয়েছে। জিহাদ চৌধুরী ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক।জাহিদ চৌধুরীকে গ্রেফতারের খবর নিশ্চিত করে ফেনীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সামছুল আলম সরকার জানান, জাহিদ চৌধুরীকে গ্রেফতারের পর সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে।উল্লেখ্য ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হত্যার সাথে জড়িত আটজন আসামীকে শুক্রবার রাজধানী থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, একরামুলের হত্যার পরিকল্পনাকারী ছিল জাহিদ। সে স্থানীয় এমপির মামাতো ভাই। মোবাইল ফোনের ভিডিওতে প্রকাশ পায় একরামুল হত্যাকান্ডের নৃশংস দৃশ্য। এরপর র‌্যাব জাহিদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে।এর আগে শুক্রবার হত্যা মামলার অন্যতম আসামী সন্ধ্যায় ওয়ার্ড কাউন্সিলর শিপলু ফেনী সদর থানায় আত্মসমর্পণ করেন।