শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইসলামে চরমপন্থার কোন স্থান নেই : জামায়াত

image_125626.jamayat

আল-কায়দার নেতা আয়মান আল-জাওয়াহিরির বক্তব্য প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী এবং বিশ্বের সকল শান্তিকামী মুসলমানরা গভীরভাবে বিশ্বাস করে, ইসলাম শান্তি, সমৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতার ধর্ম। এখানে চরমপন্থার কোন স্থান নেই। সুতরাং ইসলামের নামে কোন চরমপন্থাকে কেউ চাপিয়ে দেয়ার চেষ্টা করলে বাংলাদেশ ও বিশ্বের মুসলমানেরা কখনো এটাকে মেনে নেবে না।শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, সরকার যেভাবে মানুষের বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকারে নগ্ন হস্তক্ষেপ করছে, তার কারণে যদি কোন চরমপন্থি শক্তি মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করে তাহলে তার পুরো দায়ভার সরকারকেই বহন করতে হবে। জনগণের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার এবং বাকস্বাধীনতা হরণ করার যে কোন চেষ্টাই কারো জন্য কোন সুফল বয়ে আনবে না।
বাংলাদেশসহ বিশ্বের শান্তিকামী মুসলমানদেরকে ইসলামের নামে যে কোন ধরনের চরমপন্থার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে।