Sunday, January 19Welcome khabarica24 Online

ইরাকে বোমা হামলা ও গুলিতে নিহত ১৪

r

ইরাকের উত্তরাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে ও বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রাথমিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে কোন জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে, হামলার ধরন দেখে বিশেষজ্ঞরা বলছেন, আল-কায়েদা এ হামলাগুলো চালিযেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাজধানী বাগদাদের ১৭০ কিলোমিটার উত্তরে রাস্তার ধারে রাখা দুটি বোমা বিস্ফোরণে ৯ জন নিহত ও কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। বাগদাদের ২১০ কিলোমিটার উত্তরে অবস্থিত হাওয়িজা এলাকার সংলগ্ন দুটি বাড়িতে জঙ্গিরা ঢুকে নির্বিচারে গুলি ছুঁড়লে দুই পরিবারের ৫ সদস্য প্রাণ হারান। বের হওয়ার সময় বাড়ি দুটি বোমা মেরে উড়িয়ে দেয় তারা। কি কারণে ওই দুটি বাড়িতে তারা হামলা চালায় তা এখনও স্পষ্ট নয়। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে চলমান শিয়া-সুন্নি দ্বন্দ্বের ফায়দা তুলতে শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদা বেশ সক্রিয়। কট্টরপন্থি শিয়া ও সুন্নিদের সঙ্গে হাত মিলিয়ে প্রতিদিন এ হামলাগুলো পরিচালিত করছে আল-কায়েদা।

Leave a Reply