রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইনকিলাবের ছাপাখানা খুলে দেয়া হয়েছে

9531_ink

দৈনিক ইনকিলাব’ পত্রিকার ছাপাখানা খুলে দেয়া হয়েছে। আজ সন্ধ্যা  পৌনে  সাতটার দিকে পত্রিকাটির সিলগালা খুলে দেয় সরকার। ইনকিলাব পত্রিকার শিফট ইনচার্জ তৌফিকুর রহমান মানবজমিন অনলাইনকে জানান, আজ সন্ধ্যায় ইনকিলাবের ছাপাখানার সিলগালা খুলে দিয়েছে ডিবি পুলিশ। পত্রিকাটির প্রকাশনায় আর কোন বাধা নেই। আগামীকাল থেকে কাজ শুরু করবো। আশা করছি, সোমবার পত্রিকা প্রকাশ করতে পারবো।
উল্লেখ্য, সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযান নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি আইন লঙ্ঘন করার অভিযোগে ১৬ জানুয়ারি ‘ইনকিলাব’ পত্রিকার কার্যালয়ে অভিযান চালায় পুলিশ।  এ সময় তিন সাংবাদিককে আটক এবং পত্রিকাটির ছাপাখানাসহ কার্যালয় সিলগালা করে দেয়া হয়।

 

উৎস- মানবজমিন