সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আসন ভাগাভাগির কথা সম্পূর্ণ মিথ্যাচার: নাসিম

nasim_pic-300x179_4909
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনা খালেদা জিয়াকে সর্বদলীয় সরকারে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু আসন ভাগাভাগির কথা সম্পূর্ণ মিথ্যাচার।তিনি বলেন, খালেদা জিয়া আবার ঘর গোছানোর কথা বলছেন। আমরা ঘর গোছানোর জন্য পাঁচ বছর সময় দিয়েছি। বুধবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নাসিম বলেন, মঙ্গলবার খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যাচার এবং আগের ঘটনার পুনরাবৃত্তি।তিনি বলেন, খালেদা জিয়ার বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি পরাজিতই হননি, বিরোধী দলের পদটিও হারিয়েছেন।নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২৪ জানুয়ারি গত সংসদের মেয়াদের শেষ দিন ছিল। তাই সংবিধান রক্ষার্থেই আমাদের নির্বাচন করতে হয়েছে। তার আগেই আমরা নির্বাচন করেছি এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছি।তিনি বলেন, এদেশের মানুষ শান্তি চেয়েছিল। আর শান্তি প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব ছিল। এ কারণে আমরা অ্যাকশন নিয়েছি। যৌথবাহিনী নামিয়েছি। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা অপরাধী। আইন মেনে তারা সঠিক পদক্ষেপ নিয়েছে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেলিন, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, মাহবুব-উল আলম হানিফ, প্রমুখ উপস্থিত ছিলেন।
উৎস-যুগান্তর