রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আশরাফুলের সাজা কমলো

image-4_154337
ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় আশরাফুলের সাজার মেয়াদ ৮ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হয়েছে। এছাড়া ঢাকা গ্লাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরীকে নতুন করে ১০ বছর ও ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী সাজা ১০ বছর বহাল রেখেছে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল।
গত জুলাইয়ে আশরাফুলের আবেদনের পর এ সিদ্ধান্ত নেয় বিসিবির ডিসিপ্লিনারি কমিটি।
বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে চট্টগ্রাম ও মিরপুরের উইকেটে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে বিসিবির নিয়োগপ্রাপ্ত ট্রাইব্যুনাল ৮ বছরের জন্য দেশের যেকোনো ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে আশরাফুলকে।
গত বছরের ১৩ মে থেকে নিষিদ্ধ হয়ে আছেন আশরাফুল। গত ১৯ জানুয়ারি থেকে চূড়ান্ত শুনানি শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি তার সংক্ষিপ্ত রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। এরপর গত ৮ জুন জানানো হয়েছিল বিস্তারিত রায়।