বিরোধী দলের ডাকা অবরোধের মধ্যে চট্টগ্রামে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।বুধবার রাতে নগরীর মেহেদীবাগে বাড়িতে তল্লাশি করা হয়। এ সময় আমীর খসরু ছিলেন না বলে তার ব্যক্তিগত সহকারী মো. সেলিম জানিয়েছেন। সাবেক মন্ত্রী আমীর খসরু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং চট্টগ্রাম নগর কমিটির সভাপতি। তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন।সেলিম বলেন, রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।তল্লাশির সময় নগর পুলিশের উপ-কমিশনার আব্দুল্লাহ হেল বাকীকে নেতৃত্ব দিতে দেখা যায়। কোতোয়ালি ও চকবাজার থানা পুলিশের সঙ্গে গোয়েন্দা পুলিশের একটি দলও ছিল।পুলিশ ঢুকে বাড়ির মূল ফটক বন্ধ করে দেয়। রাত ১০টার দিকে পুলিশ বেরিয়ে আসে, তবে তল্লাশির বিষয়ে সাংবাদিকদের কোনো কথা বলতে রাজি হননি কর্মকর্তারা।বিএনপি নেতার ছোট ভাই আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, পুলিশ বাড়ির চারটি ভবনের প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়েছে।তিনি আরও জানান, তারা আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি এবং কিছু জিজ্ঞেস করেনি। পরে তারা চলে যায়।